জেলা

কোচবিহারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা

 কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা। বৃহস্পতিবার কোচবিহারের গোসানিমারা এলাকায় নীশিথের কনভয় লক্ষ্য করে ইট, পাথর ছোঁড়া হয়। অভিযোগ, রাজ্যের উদয়ন গুহর উসকানিতে পুলিশের সামনেই তৃণমূল কর্মীরা হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাঁশ-লাঠি নিয়ে পালটা প্রতিরোধ গড়েছিলেন বিজেপি কর্মীরাও। সবমিলিয়ে এদিন দুপুরে তীব্র উত্তেজনা তৈরি হয়। এদিন দুপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে সিতাই যাচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সেই সময় গোসানিমারি এলাকায় রাস্তার ধারে গ্রামবাসীরা দাঁড়িয়েছিলেন। অভিযোগ, তাঁদের সঙ্গেই মিশে ছিলেন তৃণমূল কর্মীরাও। নিশীথের কনভয় যাওয়ার সময় আচমকাই হামলা হয় বলে দাবি। অভিযোগ, পুলিশের সামনেই হামলা হয়। পালটা প্রতিরোধ গড়ে বিজেপি কর্মীরাও। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনী  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এদিনের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু গয়েছে।