কলকাতা

৫৮ হাজার কোটি টাকার ‘জল স্বপ্ন’ প্রকল্প, করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য রাজ্যের প্রথম প্লাজমা ব্যাংক গঠন

জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য রাজ্য সরকার রাজ্যের প্রথম প্লাজমা ব্যাংক গঠন করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্ন থেকে ডিজিটাল পদ্ধতিতে কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালে নবগঠিত এই ব্যাংকের উদ্বোধন করে বলেন এর ফলে রাজ্যে কোভিদ সংক্রমণ আগামী দিনে অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়াও সংক্রমণ রোগ মোকাবিলায় গবেষণামূলক কাজকর্ম, রোগ সম্বন্ধে তথ্য সংগ্রহ, অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ পাওয়ার জন্য উৎকর্ষ কেন্দ্র স্থাপন করার কথাও মুখ্যমন্ত্রী এদিন জানান। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে প্রতিবছর ছটি করে নতুন পদ সৃষ্টি করা ছাড়া বেলেঘাটা আইডি হাসপাতালের পরিকাঠামো উন্নতি করার কথাও তিনি এ দিন ঘোষণা করেন। এদিকে রাজ্য সরকার আগামী পাঁচ বছরের মধ্যে রাজ্যের প্রতিটি গ্রামীণ এলাকার সব বাড়িতে নলবাহিত পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্ন থেকে জল স্বপ্ন নামে এই প্রকল্পটির উদ্বোধন করে বলেন এর ফলে ৫৮ হাজার কোটি টাকার এই প্রকল্পে গ্রামীণ এলাকায় বসবাসকারী দুই কোটি পরিবার উপকৃত হবে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এর সহায়তায় প্রকল্পটি রূপায়ণ করতে গেলে গ্রামীণ এলাকার অনেক মানুষের কর্মসংস্থান হবে বলেও তিনি জানিয়েছেন। তথ্যের নিরাপত্তা নিয়ে আশঙ্কার জেরে কেন্দ্রীয় সরকারের ৫৯ টি চিনা অ্যাপ বাতিল এর প্রেক্ষিতে রাজ্য সরকার ‘সেল্ফ স্ক্যান’ নামে একটি নতুন অ্যাপ তৈরি করেছে। নবান্নে এই অ্যাপটির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, ফোনে নথিপত্র স্ক্যান করার জন্য নতুন এই অ্যাপটি রাজ্যের তথ্যপ্রযুক্তি দপ্তর তৈরি করেছে । বিনামূল্যে তা ইনস্টল ও ব্যবহার করা যাবে । কোনও বিজ্ঞাপনও থাকবে না। বিশ্বের যে কোনও প্রান্তের মানুষ ব্যবহার করতে পারবেন। নথিপত্র স্ক্যান করার জন্য কোনও আপস করতে হবে না সুরক্ষার সঙ্গে। এখানে ব্যবহারকারীর তথ্য পুরোপুরি ব্যক্তিগত থাকবে, সার্ভারে স্টোর হবে না, এতে স্ক্যান করা তথ্য এডিটও করা যায়।