ক্রাইম দেশ

পুত্রবধূকে খুন করে কংক্রিটের স্ল্যাবের নীচে পুঁতে রাখল শ্বশুর, ২ মাস পর উদ্ধার পচাগলা দেহ!

বিয়ের পরপরই নৃশংস হত্যাকাণ্ড। হত্যার পর মাটিতে পুঁতে ফেলা হয়েছে ২৪ বছর বয়সি তরুণী তনু সিং-কে৷ ঘটনাস্থল হরিয়ানার ফরিদাবাদ। অভিযোগ, দু’ মাস আগে পুত্রবধূ তনুকে খুন করেছে তাঁর শ্বশুরমশাই। উত্তর প্রদেশের ফিরোজাবাদ জেলার শিকোহাবাদের বাসিন্দা তনুর সঙ্গে দু’ বছরেরও কম সময় আগে বিয়ে হয় ফরিদাবাদের রোশননগরের বাসিন্দা অরুণ সিং-এর। শুক্রবার ভোরে সিং পরিবারের বাড়ির ঠিক বাইরে একটি গলিতে ১০ ফুট গভীর গর্ত থেকে তাঁর পচে যাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়। তনু নিখোঁজের পরপরই স্থাপন করা একটি কংক্রিটের স্ল্যাবের নীচে তাঁর মৃতদেহ পাওয়া যায়। জানা গিয়েছে, মাস দুয়েক আগে অর্থাৎ তনুকে খুন করার পর পরই ওই স্ল্যাব তৈরি করা হয়েছিল। পুলিশি জিজ্ঞাসাবাদে তনুর শ্বশুর ভূপ সিং খুনের কথা স্বীকার করেছেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ২১-২২ এপ্রিল রাতে, ভূপ সিং বাড়িতেই তনুকে শ্বাসরোধ করে হত্যা করে।