কলকাতা

গভীর রাতে চিনার পার্কের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে যায় দমকলের ৪টি ইঞ্জিন

গভীর রাতে চিনার পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গেছে বৃহস্পতিবার চিনার পার্ক সংলগ্ন একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। জানা গেছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।