দেশ

মহাকুম্ভে ফের বিপর্যয়, আগুনে পুড়ে ছাই একাধিক তাঁবু

বিপর্যয় যেন কিছুতেই পিছু ছাড়ছে না ৷ ফের আগুন মহাকুম্ভে ! বৃহস্পতিবার বেলা ৩টে নাগাদ প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় দ্বিতীয় বার অগ্নিসংযোগের ঘটনা ঘটল ৷ এদিন চাটনাগ ঘাট থানা এলাকায় ২২ নম্বর সেক্টরের কয়েকটি তাঁবুতে আগুন লাগে ৷ ১৫টি তাঁবু পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর ৷ দমকল বাহিনী সূত্রে আরও খবর, আগুন নিভে গিয়েছে ৷ ওই তাঁবুগুলিতে কোনও পুণ্যার্থী ছিলেন না ৷ তাই কোনও হতাহতের ঘটনা ঘটেনি ৷ বুধবার, ২৯ জানুয়ারি ভোররাতে মৌনী অমাবস্যায় ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করতে গিয়ে পদপিষ্টের ঘটনা ঘটে ৷ সেই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৩০ জন পুণ্যার্থীর ৷ জখম কমপক্ষে ৯০ ৷ সেই রেশ কাটার আগেই ফের আগুন লাগল কুম্ভমেলা চত্বরে । এদিনে ঘটনা নিয়ে দমকল বাহিনীর প্রধান প্রমোদ কুমার শর্মা জানিয়েছেন, 22 নম্বর সেক্টরে আগুন লাগার খবর পাওয়া গিয়েছিল। খবর পাওয়ার পর দমকল বাহিনী সেখানে পৌঁছয় ৷ সঙ্গে সঙ্গে আগুন নেভানার কাজ শুরু হয় এবং আগুন নিয়ন্ত্রণে আসে ৷ কেন এই আগুন লাগল, সেই বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলতে পারেননি ৷ প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের ফলেই এই অগ্নি সংযোগের ঘটনা ঘটেছিল ৷