দেশ

এবার ফরাসি সংস্থা ও টাটা তৈরি করবে ভারতীয় সেনা বাহিনীর জন্য সি২৯৫ বিমান 

ভারতীয় সেনার জন্য বিমান তৈরি করবে দুই বেসরকারি সংস্থা। তৈরি হবে গুজরাতে। বাহিনীর জন্য বিমান তৈরি করবে এয়ারবাস ও টাটা। টাটা ভারতীয় সংস্থা হলেও এয়ারবাস একটি বিদেশি সংস্থা। ১৯৭০ সালে সংস্থার আত্মপ্রকাশ ফ্রান্সে। সদর দফতর নেদাল্যান্ডস। প্রকল্পের মোট খরচ ২২ হাজার কোটি টাকা। এই দুই সংস্থা তৈরি করবে সি২৯৫ বিমান। এই বিমান মূলত পণ্যসামগ্রীর জন্য ব্যবহার করা হয়। যদিও এই বিমান তৈরি করা হয়েছে সব ধরনের কাজের কথা মাথায় রেখে। যে কোনও পরিবেশে এই বিমানকে এক জায়গা থেকে অন্যজায়গায় পাঠানো যায়। তাপমাত্রা যেখানে অস্বাভাবিক উষ্ণ সেখানে কিছু পাঠাতে হলে স্বচ্ছন্দে এই বিমানকে সেখানে পাঠিয়ে দেওয়া যায়। আবার তাপমাত্রা যেখানে হিমাঙ্কের কাছাকাছি বা হিমাঙ্কের নীচে, সেখানেও এই বিমানকে নিশ্চিন্তে পাঠাতে পারে সেনা।  সি২৯৫ বিমান তৈরি করা হচ্ছে বেশ কয়েকটি বিষয়কে মাথা রেখে। তার মধ্যে সব চেয়ে গুরুত্বপূর্ণ যেটা তা হল এই বিমান অবতরণের জন্য বড় রানওয়ের প্রয়োজন হয় না। তাছাড়া অন্যান্য বিমানের থেকে এই বিমানে জায়গা তুলনামূলকভাবে বেশি। ফলে, এক লপ্তে বিশাল পরিমাণ পণ্যসাগ্রী গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব।