কলকাতা

প্রায় ৮ বছর পর ভাইফোঁটা নিতে মুখ্যমন্ত্রীর বাড়িতে মুকুল

ভাইফোঁটার দিনে মুকুল রায় আসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়ের বাড়িতে। দীর্ঘ ৮ বছর সেই ছবি আর দেখা যায়নি। তারপরে ফের দেখা গেল সেই পুরানো অতি পরিচিত চিত্র। হাসি মুখে মমতার কালীঘাটের বাড়িতে এলেন মুকুল। দিদিও পরম যত্নে ফোঁটা দিলেন ভাই মুকুলের কপালে।  সম্প্রতি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছিলেন তিনি। তখন থেকেই গুঞ্জন ছিল, অসুস্থতা পর্ব শেষে ফের তৃণমূলে সক্রিয় ভূমিকা নিচ্ছেন বঙ্গ রাজনীতির চাণক্য। এদিন সেই গুঞ্জন হলো আরও তীব্র। ৩০ বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ফোঁটা নিতে এসেছিলেন কাননও। সঙ্গে ছিলেন বৈশাখী। কানন মানে, শোভন চ্যাটার্জি। তিনি বলেছেন, এই দিন স্নেহের। সবচেয়ে বড় উপহার দিদির স্নেহ। মুখ্যমন্ত্রী বলেছেন, এই আয়োজন- এই অনুষ্ঠান পারিবারিক। গত বছর তাও শোভন- বৈশাখী ভাইফোঁটায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর বাড়িতে। সেদিক থেকে এবারে তাঁদের আসা নতুন নয়। তবে মুকুলের ‘আগমন’ সত্যিই চমক। অবশ্য সম্প্রতি, মুখ্যমন্ত্রীর বাড়িতে বিজয়া করতে গিয়েছিলেন তিনি।