বিদেশ

শিকাগোতে নাইট ক্লাবের বাইরে ভিড় লক্ষ্য করে বন্দুকবাজের হামলা, মৃত চার, আহত ১৪

নাইট ক্লাবের বাইরে ভিড় লক্ষ্য করে চলল গুলি। বুধবার রাতে শিকাগোর এই ঘটনায় নিহত ৪ জন। আহত কমপক্ষে ১৪। পুলিস জানিয়েছে, কালো রঙের গাড়ি নিয়ে নাইট ক্লাবের সামনে এসে আচমকাই পর পর কয়েক রাউন্ড গুলি চালায় এক বন্দুকবাজ। তারপরই পালিয়ে যায় অভিযুক্ত। এই ঘটনায় বৃহস্পতিবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। জানা গিয়েছে, বুধবার শিকাগোর রিভার নর্থে আর্টিস লাউঞ্জে র‌্যাপার মেলো বাকজের অ্যালবাম রিলিজের অনুষ্ঠান চলছিল। ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা। সেই সময়েই গাড়ি থেকে নাইট ক্লাবের সামনে থাকা ভিড় লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতপরিচয় এক আততায়ী। ঘটনাস্থলে মৃত্যু হয় চারজনের। ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।