দেশ বিদেশ

ঘানার সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী মোদি

ঘানার সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ‘বিশিষ্ট রাষ্ট্রনায়কত্ব এবং প্রভাবশালী বিশ্বনেতা’র জন্য মোদিকে এই সম্মান দেওয়া হয় ৷ সে দেশের জাতীয় সম্মান ‘দ্য অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ঘানা’-এ সম্মান নরেন্দ্র মোদির হাতে তুলে দেন ঘানার প্রেসিডেন্ট জন দ্রামানি মহামা ৷ পুরস্কার হাতে নিয়ে মোদি বলেন, “আমার কাছে অত্যন্ত গর্বের ও সম্মানের বিষয়।” জাতীয় সম্মানে ভূষিত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী একটি পোস্ট করেছেন ৷ তিনি লিখেছেন, এই সম্মান দেশের যুবসমাজ, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভারত ও ঘানার মধ্যে ঐতিহাসিক ও গভীর সম্পর্কের প্রতি উৎসর্গ করছি ৷ আমি ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করছি ৷ ভারত-ঘানার দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে। এই সম্মানের পর দায়িত্বও আরও বাড়ল। ভারত সর্বদা ঘানার জনগণের পাশে থাকবে এবং বিশ্বস্ত বন্ধু এবং উন্নয়নের অংশীদার হিসেবে অবদান রাখবে।” বিদেশ মন্ত্রকের তরফে (এমইএ) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীকে ‘বিশিষ্ট রাষ্ট্রনায়কত্ব এবং প্রভাবশালী বিশ্ব নেতৃত্বের’ স্বীকৃতিস্বরূপ এই পুরষ্কার দেওয়া হয়েছে । প্রসঙ্গত, গত ৩ দশকে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ঘানা সফরে গেলেন। বুধবার ঘানায় পৌঁছতেই মোদিকে স্বাগত জানান ঘানার প্রেসিডেন্ট জন মহামা। মোদিও তাঁকে বুকে জড়িয়ে ধরেন। ভারত ও ঘানার দ্বি-পাক্ষিক সম্পর্ককে আরও উন্নত করা লক্ষ্যে বিস্তৃত আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার মধ্যে। পুরস্কার পর্ব সম্পন্ন হওয়ার পর জন মহামার সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক হয় মোদির ৷ এরপর সাংবাদিক সম্মেলনে মোদি বলেন, “দুই দেশ আগামী ৫ বছরে বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার লক্ষ্য নিয়েছে ৷ ভারতের ভূমিকা ঘানায় পর্যটকের নয়, বরং সেদেশের উন্নয়নের অংশীদার ৷”