দুর্গাপুজো এবং লক্ষ্মীপুজো উপলক্ষ্যে আপাতত ৯ দিনের জন্য বন্ধ থাকবে গঙ্গা আরতি। বাবুঘাটের বাজে কদমতলা ঘাটে প্রতি সন্ধ্যায় নিয়মিত যে ‘আরতি বন্দনা’ হয়, তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। এই মর্মে নির্দেশিকা জারি করেছেন পুর কমিশনার বিনোদ কুমার। সেখানে বলা হয়েছে, আগামী ২৩ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত গঙ্গা আরতি বন্ধ রাখা হচ্ছে। ওই সময় বাজে কদমতলা ঘাটে প্রতিমা নিরঞ্জন-পর্ব চলে। ফলে সেখানে গঙ্গা আরতির ব্যবস্থাপনা সম্ভব নয়। তাই এই সিদ্ধান্ত নিয়েছে পুর কর্তৃপক্ষ।