বিদেশ

ইরানে নারীশিক্ষা বন্ধ করতে বিষাক্ত গ্যাস হামলা, গুরুত্বর অসুস্থ ১০৮ ছাত্রী

মেয়েদের পড়াশোনা আটকাতে একের পর এক অমানবিক কাণ্ড ঘটিয়ে চলেছে ইরানে। কিছুদিন আগে নারীশিক্ষা বন্ধ করতে বিষ খাওয়ানোর অভিযোগ ওঠে। তার রেশ কাটতে না কাটতেই এবার স্কুলে মেয়েদের পড়াশোনা রুখতে বিষাক্ত গ্যাস হামলার অভিযোগ উঠল। ১০৮ জন ছাত্রী বিষাক্ত গ্যাস হামলার শিকার হয়ে শ্বাসকষ্টের সমস্যায় হাসপাতালে ভর্তি বলে খবর। সংবাদ সংস্থা সূত্রে খবর, গত তিন মাসে বহু ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন গ্যাস হামলায়। বুধবার ইরানের আরদাবিল শহর এবং রাজধানী তেহরানে মেয়েদের ১০টি স্কুলে হামলা চালায় মৌলবাদীরা। ইরানের বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, বিগত কয়েক মাসে বিষপ্রয়োগের ঘটনায় কমপক্ষে ১,২০০ জন ছাত্রী অসুস্থ হন।