প্রেমিকের নির্দেশে মহিলাদের পিজিতে গোপণ ক্যামেরা লাগান এক তরুণী। প্রেমিকের নির্দেশেই এরপর গোপণ ক্যামেরায় রেকর্ড হয় ওই তরুণীর বন্ধুদের সব ভিডিয়ো। টাইমস নাও-এর খবর অনুযায়ী, চণ্ডিগড়ের ওই পিজি হস্টেলের একটি শৌচাগারে গিজারের মাথায় গোপন ক্যামেরা রাখেন অভিযুুক্ত তরুণী। এরপর ওই ক্যামেরাতেই রেকর্ড হতে শুরু করে অভিযুক্ত তরুণীর বন্ধুদের সব ভিডিয়ো। এরপর এক তরুণীর চোখে গিজারের মাথার উপর রাখা গোপণ ক্যামেরা ধরে পড়লে, তিনি অন্যদের জানান। সেই সঙ্গে হস্টেলের মালিককেও বিষয়টি জানানোর পর তাঁরা পুলিশের দ্বারস্থ হন। খবর পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। এরপর পুলিশ অভিযুক্ত তরুণী এবং তার প্রেমিককে গ্রেফতার করে। পুলিশ ওই ক্যামেরার সঙ্গে সংযুক্ত মোবাইল ফোন এবং তার ডিভাইসও উদ্ধার করে। পাশাপাশি অভিযুক্ত তরুণী এবং তার প্রেমিকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় দায়ের করা হয় অভিযোগ।