প্রেমের প্রস্তাবে রাজি হননি বান্ধবী। তারই প্রতিশোধ নিতে তরুণীর ছবি ডিপফেক করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিল যুবক। তবে শেষ রক্ষা হয়নি। শেষপর্যন্ত শ্রীঘরে ঠাঁই হয়েছে তার। ঘটনাটি কর্ণাটকের বেলগাভি জেলার খানাপুরে। সম্প্রতি ক্যাটরিনা কাইফ ও রশ্মিকা মন্দানার মতো অভিনেত্রীর ডিপফেক ভিডিও ঘিরে তোলপাড় হয় দেশ। তারপর থেকে ডিপফেক সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে পুলিশ। সম্প্রতি বেলগাভির এক তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়েছিল বেসরকারি সংস্থায় কর্মরত ওই যুবক। কিন্তু তরুণী তাঁর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। সেই রাগে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) নির্ভর ডিপফেক প্রযুক্তির সাহায্যে ২২ বছরের ওই তরুণীর নগ্ন ছবি তৈরি করে অভিযুক্ত। প্রেমের প্রস্তাবে রাজি না হলে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে বলে সে হুমকি দেয়। তরুণী হুমকি উপেক্ষা করেন। এরপর ভুয়ো অ্যাকাউন্ট খুলে তাঁর ভুয়ো ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় অভিযুক্ত। তরুণীর অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেফতার করে পুলিশ।