কলকাতা

রাজস্থানি যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার কলকাতায়

খাস কলকাতায় উদ্ধার হল যুগলের ঝুলন্ত দেহ। এলাকার বাসিন্দারা পচা দুর্গন্ধ পেয়ে খবর দেন পুলিশে । পুলিশ এবং স্থানীয় ক্লাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে উদ্ধার করে ঝুলন্ত যুবক-যুবতীকে । আজ সকালে ঘটনাটি ঘটেছে সাউথ পোর্ট থানা এলাকার বাবুবাজারে । জানা গিয়েছে ওই মৃত যুগলের নাম সঙ্গীতা লাল (১৯ বছর) এবং দীনেশ কুমার কালওয়া (২৯ বছর) ৷ জানা গিয়েছে, তাঁরা দুজনেই রাজস্থানের বাসিন্দা। কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছেন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা । ইতিমধ্যেই যুগলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ বলতে পারবেন তদন্তকারী আধিকারিকরা । ইতিমধ্যেই মৃত যুগলের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছে লালবাজার। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার জন্য রাজস্থান পুলিশের সাহায্য নিচ্ছে কলকাতা পুলিশ । ওই যুগল যে বন্ধুর ফ্ল্যাটে থাকছিলেন তাঁর নাম রনজিৎ সাউ। রনজিৎ যুবক যুবতীকে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। তাঁকেও জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা। মৃত যুগলের বন্ধু ওই যুবক । প্রাথমিক তদন্ত শুরু করে পুলিশ জানতে পেরেছে, ১৩ জুন কলকাতার সাউথ পোর্ট থানা এলাকার বাবুবাজারে এই বন্ধুর বাড়িতে গিয়েছিলেন ওই যুগল । তাঁরা সেখানেই থাকতে চান । গত ১৫ বছর ধরে খিদিরপুরের এই বাড়িতে ভাড়া থাকে আটক যুবকের পরিবার । আচমকাই বন্ধু চলে আসায় তাঁদের একটি ঘর ছেড়ে দেওয়া হয় । এরপরে ১৩ তারিখ থেকেই পাশের পাড়ায় অন্য একটি ফ্ল্যাটে থাকছিল ওই বন্ধুর পরিবার । প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ওই বন্ধু পুলিশকে জানিয়েছেন, ১৩ তারিখের পর থেকে ওই যুগলের ফোনে আর ফোন যাচ্ছিল না । পাশাপাশি এলাকার বাসিন্দারা পুলিশকে জানিয়েছে, গতকাল থেকেই ওই ঘর থেকে পচা গন্ধ বের হচ্ছিল । বেশ কয়েকবার ডাকাডাকি করার পরেও সাড়া না মেলায় অবশেষে এলাকার লোকজন পুলিশের দ্বারস্থ হন । এরপর এই গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে ।