জেলা

পাঁশকুড়ায় মাধ্যমিক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

মাধ্যমিক পরীক্ষা মাঝে এক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, রবিবার সকালে ওই ছাত্রীর বাড়ি থেকে দেহ উদ্ধার হয়। সকালে সিলিং ফ্যান থেকে গলায় ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় তার দেহ উদ্ধার করেন স্থানীয় প্রতিবেশীরা। এরপর ঘটনার খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে ওই ছাত্রীর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মাধ্যমিক পরীক্ষার্থীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, মৃত ছাত্রীর বাবা ক্যান্সার আক্রান্ত। হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার মাঝে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল ওই পরীক্ষার্থী। ওই পরীক্ষার্থী জানিয়েছিল, তিনটে পরীক্ষা তার ভাল হয়েছিল। শনিবার ছিল ভূগোল পরীক্ষা। পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছিল সে। রাত সাড়ে ১০টা নাগাদ পরিবারের লোকজনের সঙ্গে শেষ বার কথা হয় তার। এরপর সকালে এই ঘটনা ঘটে।  মৃত ছাত্রীর এক আত্মীয় জানান, ওর বাবার ক্যানসার হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি। আমরা তাঁকে নিয়ে ব্যস্ত ছিলাম। ও মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল। এর মধ্যে এই ঘটনা ঘটে গেল।