দেশ

একটানা প্রবল বৃষ্টিতে বিপর্যয় দেরাদুন, ভাঙল সেতু, নিখোঁজ বহু

উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয়ের বিরাম নেই। ফের মেঘভাঙা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের দেরাদুন। সোমবার গভীর রাতে দেরাদুনের সহস্রধারা এলাকায় মেঘ ভাঙা বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে তামসা নদীর জলস্তর প্রবল বেড়ে গিয়েছে। এর ফলে নদীর তীরের বেশ কয়েকটি এলাকায় জল ঢুকে বাড়িঘর, গাড়ি, দোকানপাট সব ভেসে গিয়েছে। টানা বৃষ্টির জেরে একাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। দেরাদুনের মোহানি রোড, পূরণ বস্তি, বলবীর রোড, ভগৎ সিং কলোনি, সঞ্জয় কলোনি জলমগ্ন। উদ্ধারকারী দল নিখোঁজদের খোঁজে মঙ্গলবার সকাল থেকে তল্লাশি শুরু করেছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘সোমবার গভীর রাতে দেরাদুনে ভারী বৃষ্টিপাতের কারণে বহু দোকানের ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসন, এসডিআরএফ এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। সেই সঙ্গে পুরো পরিস্থিতির উপরেও নজর রাখছি।’ জলের তোড়ে ভেসে গিয়েছে বাস, ছোট গাড়িও। দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে জেলাশাসক দেরাদুনের সমস্ত স্কুল (প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত) বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। দেরাদুনে তামসা নদী একেবারে ফুলে ফেঁপে উঠেছে। তাপকেশ্বর মহাদেব মন্দির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্দিরের বাইরে ব্রাশের যে শিবমূর্তি ছিল জলের তোড়ে তা ভেসে গিয়েছে। মন্দিরের পুরোহিত আচার্য বিপিন যোশী জানিয়েছেন, সোমবার ভোর ৫টা নাগাদ নদীর জলস্তর বাড়তে শুরু করে। এর ফলে মন্দির চত্বর পুরোপুরি ডুবে যায়। সংবাদ সংস্থা এএনআই (ANI)-কে দেওয়া এক সাক্ষাৎকারে যোশী জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। মন্দিরের গর্ভগৃহে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে আশেপাশের এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি।