কলকাতা

মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রারকে শুক্রবার বিকেল ৫টার মধ্যে পদত্যাগের নির্দেশ হাইকোর্টের

রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তীকে পদত্যাগ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের নির্দেশ, আগামীকাল বিকেল ৫টার মধ্যে রেজিস্ট্রার পদ থেকে সরে যেতে হবে মানস চক্রবর্তীকে । এই নির্দেশ না মানলে সরিয়ে দেওয়া হবে তাঁকে । ২০১৯ সালের নভেম্বর মাসে অবসর নেন মানস চক্রবর্তী ৷ তার পরও তিনি এক্সটেনশনে মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার পদে রয়েছেন ৷ সরকারের অনুমোদন ছাড়াই ওই পদে রয়েছেন তিনি ৷ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল রেগুলেটরি (অ্যাক্ট) অনুযায়ী যা অবৈধ । আদালতে রাজ্যে জানায় যে রেজিস্ট্রার ও সহকারী রেজিস্ট্রার পদে নিয়োগের নোটিস দেওয়া হয়েছে । ৭ ফেব্রুয়ারি ওই পদের প্রার্থীদের পরীক্ষা । শীঘ্রই এই নিয়োগ করা হবে। আর একটু সময় দিতে অনুরোধ করেছিলেন রাজ্যের আইনজীবী । তবে এই যুক্তি গ্রহণ করেনি আদালত । রাজ্যকে ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি । তিনি বলেন, “রাজ্যে সর্বত্র চুক্তিভিত্তিক কর্মচারী । আপনারা কীভাবে এই ধরনের বেআইনি পদাধিকারির পক্ষে কথা বলেন ?” উল্লেখ্য, অবসরের পরও ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার পদে মানস চক্রবর্তীর থাকা নিয়ে যে মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল ৷ সেখানে অভিযোগ করা হয়, তাঁকে নতুন করে কোনও নিয়োগপত্র দেওয়াই হয়নি । তা সত্ত্বেও তিনি পদে রয়েছেন । আর সেটাকে বৈধ করার প্রক্রিয়া চলছে বলে আদালতে অভিযোগ করেন আইনজীবীরা ।