দেশ

বিজেপিতে যোগ দিচ্ছি না, জানালেন শচীন পাইলট

বিজেপি-তে যোগ দিচ্ছেন না শচীন পাইলট ৷ আজ সংবাদ মাধ্যমকে একথা জানালেন রাজস্থানের প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷ তিনি এখনও কংগ্রেসের কর্মী রয়েছেন, তা জানাতে ভোলেননি সচিন ৷ এদিকে শচীন পাইলটকে সমর্থন জানিয়ে তিন জেলার কংগ্রেস অধ্যক্ষ পদত্যাগ করেন ৷ পালি, টঙ্ক ও গঙ্গানগর জেলার অধ্যক্ষরা পদত্যাগ করেন ৷ পাশাপাশি চিত্তোরগড় সেবাদলের জেলা অধ্যক্ষ আশারাম গাডরি ও দীপক সিং পদত্যাগ করেছেন ৷