ছত্তিশগড়ের ২০টি আসনের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। এরই মধ্যে ছত্তিশগড়ের সুকমায় আইইডি বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে সিআরপিএফ কোবরা ব্যাটালিয়নের এক জওয়ান আহত হয়েছেন বলে খবর। তিনি নির্বাচনী দায়িত্বে ছিলেন বলে জানা গিয়েছে। ছত্তিশগড়ের দু দফায় ভোটগ্রহণ পর্ব হবে। এদিন চলছে প্রথম দফার ভোটগ্রহণ পর্ব।