কলকাতাঃ এখন বিজেপি ও তৃণমূলের ফ্রেন্ডলি ম্যাচ চলছে। তাই এখান থেকে বিজেপিকে তাড়াতে হলে তৃণমূলকে সরাতে হবে। বিজেপি নবান্ন অভিযান প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তাঁর বক্তব্য, তৃণমূলকে দিয়ে বিজেপিকে সরানো যাবে না সেটা বোঝাই যাচ্ছে। একমাত্র বামপন্থীরাই বিজেপির মোকাবিলা করতে সক্ষম বলে তিনি দাবি করেন। সূর্য মিশ্র বিজেপির নবান্ন অভিযান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার সমালোচনা করেন। ওই অভিযানের আগে মুখ্যমন্ত্রী যেভাবে নবান্ন ছেড়ে পালিয়ে গেলেন তাতে বিজেপিকে খোলা ময়দান ছেড়ে দেওয়া হলো বলে তার মনে হয়েছে। এ কথা বলতে গিয়ে ফের সূর্য মিশ্র মনে করিয়ে দিয়েছেন, কেন্দ্রে বিজেপি জোটের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে থাকার কথা।