কলকাতা

‘হিজাবের মতো সিঁদুর, শাখা-পলাও নিষিদ্ধ হোক’, কটাক্ষ নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু-র

কর্ণাটকের গণ্ডি ছাড়িয়ে হিজাব বিতর্ক এখন জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে৷ বিষয়টি নিয়ে মামলাও হয়েছে কর্ণাটক হাইকোর্টে৷  হিজাব পরা নিয়ে বিতর্ক বেড়েই চলেছে কর্ণাটকে৷ শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় চিহ্ন বহনকারী হিজাব পরে কেন ছাত্রীরা আসবে তা নিয়ে প্রশ্ন তুলছেন হিন্দুত্ববাদীদের একাংশ৷ সেই হিজাব বিরোধীদের একহাত নিলেন চন্দ্র বসু৷ হিন্দু মেয়েদের শাখা-পলা, সিঁদুর পরার প্রসঙ্গ টেনে পাল্টা হিন্দুত্ববাদীদের দিকে আক্রমণ শানালেন তিনি৷ বুধবার চন্দ্র বসু টুইটে লেখেন, যদি হিজাব নিষিদ্ধ হয় তাহলে শাখা-পলা, সিঁদুর, পাগড়ি, সব রকমের ধাগাও নিষিদ্ধ করা হোক৷ তবে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র এই হিজাব বিতর্কের মধ্যে বিভাজনের রাজনীতির গন্ধ পেয়েছেন৷ তাঁর মতে, ধর্মীয় মেরুকরণ করে ভোটে জিততে এভাবে বিভাজনের রাজনীতি করা হচ্ছে৷