খেলা

নিউজিল্যান্ডকে ৫৩ রানে হারিয়ে মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

ভারতীয় প্রমীলাবাহিনীর দুরন্ত পারফরম্যান্সে বিশ্বকাপের সেমিফাইনালে ‘উইমেন ইন ব্লু’ ৷ বৃহস্পতিবার রাতে মায়ানগরীতে কিউয়িদের বিরুদ্ধে দাপুটে জয়ে বিশ্বকাপের শেষ চারের টিকিট নিশ্চিত করল হরমনপ্রীত-মন্ধানারা ৷বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে 53 রানে হারায় ভারত ৷ 49 ওভারে ভারত 340 রান তোলার পর বৃষ্টির জন্য নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য মাত্রা হয় 44 ওভারে 325 ৷ জবাবে কিউয়িরা 8 উইকেট হারিয়ে মাত্র 271 রান তোলে ৷ম্যাচের সেরা স্মৃতি মন্ধানা ৷ এই জয়ের ফলে 6 পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিল ভারত ৷ লিগের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হরমনপ্রীতরা হারলেও শেষ চারের লাইন আপে কোনও প্রভাব পড়বে না ৷ টানা তিন ম্যাচ হারের পর বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে স্মৃতি-প্রতিকার ব্যাটিং তাণ্ডব দেখেছে ক্রিকেটদুনিয়া ৷ একই ভাবে বল হাতেও দেশের মেয়েদের দুরন্ত পারফরম্যান্স বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে দেয় ভারতকে ৷ভারতীয় ইনিংসের শেষ দিকে বৃষ্টিতে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে ৷ পরে খেলা শুরু হলেও 49 ওভারের ম্যাচ করার সিদ্ধান্ত নেন আম্পায়ররা ৷ স্মৃতি মন্ধানা ও প্রতিকা রাওয়ালের জোড়া শতরানে নিউজিল্যান্ডের সামনে পাহাড় প্রমাণ রানের লক্ষ্যমাত্রা রাখে ভারতীয় মহিলা বিগ্রেড ৷ প্রতিকা রাওয়াল 122 এবং স্মৃতি মন্ধানা 109 রান করেন ৷ এছাড়া 55 বলে 11টি বাউন্ডারির সাহায্যে 76 রানের অপরাজতি ঝোড়ো ইনিংস খেলেন জেমাইমা রদ্রিগেজ ৷ এদিন টস জিতে ভারতীয় দলকে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ডের অধিনায়ক সোফি ডিভাইন ৷ প্রথমে ব্যাটিংয়ের সুযোগ দারুণভাবে কাজে লাগান ভারতীয় ওপেনাররা ৷ স্মৃতি-প্রতিকার জোড়া শতরানে ভর করে রানের ইমারত গড়ে ভারত ৷ নির্ধারিত 49 ওভারে মাত্র 3 উইকেট হারিয়ে 340 রান তোলে ‘উইমেন ইন ব্লু’ ৷রবিবার ইংল্যান্ডের কাছে হারায় সেমিফাইনাল ওঠার লড়াই কঠিন হয়ে গিয়েছে হরমনপ্রীত কউরদের ৷ কারণ টানা তিন ম্যাচে হেরেছে ভারতীয় ক্রিকেটের প্রমীলাবাহিনী । সেমিফাইনালে একটি জায়গার জন্য লড়াই মূলত ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে । আজকে যারা জিতবে, সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তারা একধাপ এগিয়ে যাবে ৷ আজ ভারত জিতলে শেষ ম্যাচে বাংলাদেশকে হারালেই সরাসরি শেষ চারের টিকিট পেয়ে যাবেন হরমনপ্রীতরা ৷ আর হারলেও শেষ চারে যাওয়ার সুযোগ থাকবে তাঁদের সামনে ৷একই দিনে অ্যাডিলেডে ওভালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিরাট-রোহিতরা সিরিজ খুইয়েছে, সেখানে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই জ্বলে ওঠেন ভারতের মহিলা ক্রিকেটাররা ৷ দুই ওপেনারের জোড়া শতরানে কিউয়িদের কঠিন চ্যালেঞ্জ দেয় ভারত ৷ কোনও উইকেট না-হারিয়ে 33 ওভারেই দু’শোর গণ্ডি টপকে যায় ‘উইমেন ইন ব্লু’ ৷ মাত্র 88 বলে তিনটি ছয় ও 10টি চারের সাহায্যে শতরানে পৌঁছন মন্ধানা ৷ আর প্রতিকার শতরান আসে 122 বলে 13টি বাউন্ডারির সহযোগে ৷ এদিন ভারতের ইনিংসের 48 ওভারের পর বৃষ্টির জন্য বন্ধ রাখতে হয় খেলা। বৃষ্টি থামার পর মাঠ পরিদর্শনের পর আম্পায়ারেরা ফের খেলা শুরু করার সিদ্ধান্ত নেন ৷