ভারত ২৬৪/৯ (রোহিত ৭৩, শ্রেয়স ৬১, জাম্পা ৪/৬০),
অস্ট্রেলিয়া ২৬৫/৮ (শর্ট ৭৪, কনোলি ৬১, ওইয়াশিংটন ২/৩৭),
২ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া।
পারথের পর অ্যাডিলেড ওভাল ৷ অজিদের কাছে পরাজিত টিম ইন্ডিয়া ৷ টেস্ট অধিনায়ক হিসাবে নিজের প্রথম সিরিজ ড্র করেছিলেন। কিন্তু ওয়ানডে অধিনায়ক হিসাবে যাত্রাটা অত্যন্ত লজ্জাজনকভাবে শুরু করলেন শুভমান গিল। এক ম্যাচ বাকি থাকতেই অজিভূমে সিরিজ হেরে গেল ভারত। পারথের মতো অ্যাডিলেডেও মেন ইন ব্লুকে ভোগাল ব্যাটিং। প্রথমে ব্যাট করতে নেমে ২৬৪ রান তোলেন রোহিত শর্মারা। কিন্তু হাসতে হাসতে সেই টার্গেট তাড়া করে ফেলে অজি ব্রিগেড। বৃহস্পতিবার ফের টস হারেন অধিনায়ক শুভমান গিল। এই নিয়ে টানা ১৭ বার। টস হেরে কঠিন পরিস্থিতিতে আগে ব্যাট করতে নামতে হয় টিম ইন্ডিয়াকে। এমনিতে অ্যাডিলেডের পিচ ব্যাটিং সহায়ক। কিন্তু গত দু’দিন ধরে প্রবল বৃষ্টির জেরে এদিন পিচ ভেজা ছিল। যা রীতিমতো ভয়ংকর করে তোলে মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউডকে। তবে কঠিন পরিস্থিতিতে ধীরে সুস্থে শুরু করার চেষ্টা করেন রোহিত শর্মা। কিন্তু অন্য প্রান্ত থেকে আক্রমণ শানাতে গিয়ে মাত্র ৯ রানেই প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক গিল। এদিন ফের ব্যর্থ হন বিরাট কোহলি। পারথের পর অ্যাডিলেডেও তাঁর সংগ্রহ শূন্য। তবে রোহিতের সঙ্গে জুটি বেঁধে ভারতকে অনেকখানি এগিয়ে দেন শ্রেয়স আইয়ার। ৯৭ বলে ৭৩ রানের লড়াকু ইনিংস খেললেন হিটম্যান। শ্রেয়সও ৭৭ বলে ৬১ রানের অনবদ্য ইনিংস খেলেন। পাঁচ নম্বরে নেমে অক্ষর প্যাটেল ৪৪ রান করেন। তবে একেবারে শেষদিকে এসে পালটা লড়াই শুরু করেন হর্ষিত রানা এবং অর্শদীপ সিং। নবম উইকেটের জুটিতে তাঁরা ৩৭ রানে তোলেন। ২৬৪ রানে গিয়ে থামে ভারত। রান তাড়া করতে নেমে শুরুর দিকে খানিকটা বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ৫৪ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরে যান মিচেল মার্শ এবং ট্র্যাভিস হেড। তবে সেখান থেকে ম্যাথিউ শর্টের ৭৪ রানের ইনিংসে ভর করে ঘুরে দাঁড়ায় অজিরা। আর পিছন ফিরে দেখতে হয়নি। ম্যাট রেনশ, কুপার কনোলিদের ছোট ছোট ইনিংসে ভর করে দ্বিতীয় ওয়ানডে জিতে নিল অস্ট্রেলিয়া।


