দেশের মেট্রোসিটিগুলিতে পেট্রল-ডিজেলের পাশাপাশি দাম বাড়ল বিমান টারবাইন জ্বালানির দামও। নতুন এই দাম আজ থেকেই কার্যকর বলে জানানো হয়েছে। নতুন এই হিসেবে কিলোলিটার পিছু নয়াদিল্লিতে দাম ৫,৪৯৪.৫০ টাকা বেড়ে দাঁড়াল ৩৯,০৬৯.৮৭ টাকা, কলকাতায় ৫,৪৮০.৬২ টাকা বেড়ে হল ৪৪,০২৪.১০ টাকা, মুম্বইতে ৫,৪৯৪.৫০ টাকা বেড়ে ৩৮,৫৬৫.০৬ টাকা এবং চেন্নাইয়ে ৫,৬৭০.৩৩ টাকা বেড়ে দাম দাঁড়াল ৪০,২৩৯.৬৩ টাকা।