জেলা

সন্দেশখালি কাণ্ডের তদন্তের মাঝেই সরানো হল বসিরহাটের ডিএসপি সানন্দা গোস্বামীকে

১১ দিন কেটে গিয়েছে সন্দেশখালি কাণ্ডের পর। এখনও খোঁজ মেলেনি শাহজাহান শেখের। মূল অভিযুক্ত এখনও ধরা না পড়ায় প্রশাসনের দিকে আঙুল তুলেছেন বিরোধীরা। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে সাত জনকে। আর তদন্তের মাঝেই সরানো হল বসিরহাটের ডিএসপি সানন্দা গোস্বামীকে। সরানো হয়েছে বনগাঁ দীপেন্দ্র তামাংকেও। শাহজাহান শেখকে খুঁজে পেতে মরিয়া হয়ে উঠেছে রাজ্য পুলিশও। এমনকি ইডির তরফেও খোঁজ চলছে। বসিরহাটের ডিএসপি সানন্দা গোস্বামীর বদলি হয়েছে আসানসোলে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি পদে। তবে এই বদলি নিয়ে রাজ্যের তরফে জানানো হয়েছে এর সঙ্গে তদন্তের কোনো সম্পর্ক নেই। রুটিন বদলি হিসেবেই সরানো হয়েছে ডিএসপিকে।