ফ্ল্যাট প্রতারণা মামলায় ফের অস্বস্তিতে সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। বসিরহাটের তৃণমূল সাংসদ ধাক্কা খেলেন নিম্ন আদালতে। অর্থাৎ আদালতে সশরীরে হাজিরা দিতেই হবে নুসরতকে।মঙ্গলবার আলিপুর জজ কোর্ট এই নির্দেশ দিয়েছে। এদিন আদালত স্পষ্ট জানিয়েছে, নুসরতকে হাজিরা দিতেই হবে আদালতকক্ষে।এরআগেও নুসরত নিজে না এসে, তাঁর আইনজীবীকে পাঠিয়েছিলেন আদালতে। তবে এবার আর তা সম্ভব হচ্ছে না। নুসরত জাহান ২০১৪-১৫ সালে ‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ নামে এক সংস্থার ডিরেক্টর পদে আসীন ছিলেন।এই সংস্থা ব্যাঙ্ক কর্মীদের ফ্ল্যাট দেওয়ার নাম করে টাকা নিয়েছিল। ব্যাঙ্ক কর্মীরা নির্দিষ্ট সময় ফ্ল্যাট পাননি।তাঁদের বলা হয়েছিল, হিডকোর কাছে ৩ কামরার ফ্ল্যাট পাবেন ওই ব্যাঙ্ক কর্মীরা।সেই প্রতিশ্রুতিও জলে যায়। এরপর ব্যাঙ্ক কর্মীরা অভিযোগ জানান গড়িয়াহাট থানায়।সেই সময় নুসরতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ব্যাঙ্ক কর্মীরা। এরপর তাঁরা আলিপুর আদালতে মামলা দায়ের করেন।সম্প্রতি বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা এই ব্যাঙ্ক কর্মীদের নিয়ে গিয়েছিলেন ইডি দপ্তরে।