Posted onAuthorবঙ্গনিউজComments Off on আমডাঙায় তৃণমূল কর্মী গুলিবিদ্ধ, অভিযুক্ত আইএসএফ
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দুষ্কৃতীরা এসে এক তৃণমূল কর্মী আব্দুল জাসিম কে লক্ষ্য করে গুলি ছোড়ে ৷ এই ঘটনায় অভিযোগ উঠেছে আইএসএফের বিরুদ্ধে ৷ এক আইএসএফের কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ৷