বিজেপির সুরে সুর মিলিয়ে তিনি সুপারিশ করলেন কেন্দ্রীয় বাহিনী এনে পুরভোট করানোর। বাংলার রাজ্যপাল এমনই সুপারিশ করেছেন রাজ্য নির্বাচন কমিশনকে। কলকাতা পুরনিগমের নির্বাচন বিস্তারিত জানতে চেয়ে রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁর তলব পেয়ে বৃহস্পতিবার দুপুরে রাজভবনে যান রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। তিনি ধনখড়কে পুরনির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন। স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ভোটের আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও উভয়ের মধ্যে কথা হয়েছে। পরে রাজ্যপাল নিজেই টুইট করে তা জানান। আর সেই সূত্রেই জানা গিয়েছে, রাজ্যপাল নিজেই কমিশনকে সুপারিশ করেছেন কেন্দ্রীয় বাহিনীর ছত্রছায়ায় পুরভোট করানোর জন্য। কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করানোর দাবি বিজেপি অনেক আগেই তুলেছে। এমনকি সেই আর্জি নিয়ে আদালতে মামলাও ঠুকেছে। আগামী সোমবারই সেই মামলায় রায় দিতে পারে কলকাতা হাইকোর্ট। কিন্তু তার আগেই এদিন রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে সুপারিশ করলেন কেন্দ্রীয় বাহিনী এনে ভোট করাতে।
https://twitter.com/jdhankhar1/status/1466287510573645824