কলকাতা

জেলবন্দি কুন্তলের চিঠি সংক্রান্ত মামলায় সিবিআইয়ের মুখোমুখি প্রেসিডেন্সি জেলের সুপার 

কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় এবার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন প্রেসিডেন্সি জেলের সুপার দেবাশিস চক্রবর্তী । জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে শুক্রবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়। এদিন নির্ধারিত সময়ের আগেই  নিজাম প্যালেসে পৌঁছে যান তিনি। চলছে জিজ্ঞাসাবাদ।  শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বেশ কিছুদিন আগেই সিবিআই গ্রেফতার করে হুগলি জেলার যুব তৃণমূল নেতা  কুন্তল ঘোষকে। তিনি যুব তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদকও ছিলেন। গ্রেফতার হওয়ার পর অবশ্য দল তাঁকে বহিষ্কার করে।  বর্তমানে তাঁর ঠিকানা প্রেসিডেন্সি জেল। বন্দিদশাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতিতে জড়ানোর চেষ্টার অভিযোগ তুলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাঠগড়ায় তোলেন কুন্তল। তাঁর দাবি ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছে। ওই  চিঠির পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।