কলকাতা

পঞ্চায়েত নির্বাচন নিয়ে আদালতের দ্বারস্থ বিজেপি-কংগ্রেস

বৃহস্পতিবার রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা ঘোষণা করেছেন, ৮ জুলাই রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হবে ৷ ওই দিন দার্জিলিং ও কালিম্পঙে দ্বিস্তরীয় নির্বাচন হবে ৷ আজ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৷ চলবে ১৫ জুন পর্যন্ত ৷ এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে ৷ বিরোধী রাজনৈতিক দলগুলির আইনজীবীদের অভিযোগ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মাত্র ৬ দিন এবং প্রতিদিন সময় মাত্র 4 ঘণ্টা ৷ এই সামান্য সময়ের মধ্যে ৭৫ হাজার প্রার্থী তাঁদের মনোনয়ন জমা দিতে হবে ৷ এর মানে গড়ে প্রত্যেককে মাত্র ১ মিনিট সময় দেওয়া হয়েছে ৷ এর মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া সম্ভব নয় ৷ আইনজীবীরা কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা করতে দিতে হবে বলেও দাবি করা হয়েছে ৷শুক্রবার বেলা ১২ টায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হবে ৷ সেই সময় রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবীসহ অন্য সব পক্ষকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত ৷ নির্ধারিত দিনে ভোট হবে কি না তা এই শুনানির উপর অনেকাংশেই নির্ভর করছে ৷