দেশ

চালক ছাড়াই ছুটল ট্রেন, ঝাড়খণ্ডে ২ মালগাড়ির সংঘর্ষে লাইনচ্যুত একাধিক বগি

দুই পণ্যবাহী ট্রেনের সংঘর্ষে ঝাড়খণ্ডে লাইনচ্যুত মালগাড়ির একের পর এক বগি। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ জেলার বারহারওয়া ব্লকে বিন্দুবাসিনী র‍্যাক লোডিং সাইটে । চালক ছাড়াই দ্রুত গতিতে ছুটে আসা একটি পণ্যবাহী ট্রেনের 14টি বগি আরেকটি দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রেনকে ধাক্কা দেওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে, একের পর এক বগি লাইনচ্যুত হয়ে পড়ে। বারহারওয়া র‍্যাক লোডিং ইয়ার্ডে একটি মালবাহী র‍েক লোড করে দাঁড়িয়ে ছিল । হঠাৎ করেই সেটি গড়াতে শুরু করে । দ্রুত গতিতে সেটি আরেকটি দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনকে ধাক্কা দেয়। দুর্ঘটনার মুহূর্তের ভিডিয়োতে দেখা গিয়েছে, বগিগুলি একে অপরের উপর উঠে লাইন থেকে পড়ে গিয়েছে । এই ঘটনার ফলে ইয়ার্ডে বিশৃঙ্খলা দেখা দেয় । সৌভাগ্যবশত, দুর্ঘটনায় কোনও মানুষের ক্ষয়ক্ষতি হয়নি । তবে, ভোরে স্থানীয় লোকেরা তাদের ছাগলগুলিকে রেললাইনের ধারে চরানোর জন্য রেখে গিয়েছিল । দ্রুতগামী বগিগুলির ধাক্কায় ১৪টি ছাগল মারা যায় । প্রত্যক্ষদর্শীরা জানান, যদি সেই সময় কেউ সেখানে উপস্থিত থাকত, তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারত ।