দেশ

ভুয়ো স্কুল এবং পড়ুয়া দেখিয়ে ৫৭ লক্ষের সংখ্যালঘু স্কলারশিপ দুর্নীতি, কাঠগড়ায় মধ্যপ্রদেশের বিজেপি সরকার

মধ্যপ্রদেশে বড়সড় দুর্নীতির পর্দা ফাঁস। ‘ভুয়ো’ মাদ্রাসা ও সংখ্যালঘু স্কুল থেকে প্রায় ৫৮ লক্ষ টাকা স্কলারশিপ হিসাবে তোলার ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। এই নিয়েই তুঙ্গে সেরাজ্যের রাজনৈতিক চর্চা। বিজেপি শাসিত সরকারকে কটাক্ষ করেছে বিরোধী কংগ্রেস। একটি জাতীয় স্তরের সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৯৭২ জন ছাত্রের নাম ব্যবহার করে প্রায় ১০০টি মাদ্রাসা ও সংখ্যালঘু স্কুল থেকে ৫৭ লক্ষ ৭৮ হাজার টাকা স্কলারশিপ হিসাবে নেওয়া হয়েছে। যদিও বাস্তবে এই সকল ছাত্র বা স্কুলের কোনও অস্বিত্ব নেই বলেই জানা গিয়েছে। অতিরিক্ত জেলা পুলিশ সুপার শৈলেন্দ্র সিং চৌহান জানিয়েছেন, এখনও পর্যন্ত ৪০টি মাদ্রাসা ও সংখ্যালঘু স্কুলের নামে এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি যে সকল ছাত্রদের নাম করে টাকা তোলা হয়েছে, তাঁদের খোঁজেও তল্লাশি চলছে। এদিকে এই দুর্নীতি প্রকাশ্যে আসতেই বিজেপিকে কটাক্ষ করে কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী পিসি শর্মা বলেন, “ব্যাপম থেকে নার্সিং সর্বত্র দুর্নীতিতে ডুবে গিয়েছে। এখন আবার শিক্ষাক্ষেত্রেও দুর্নীতি প্রকাশ্যে আসছে।” এদিকে এই অভিযোগের পালটা কংগ্রেসকে কটাক্ষ করেছে বিজেপি। সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী কৃষ্ণা গৌর বলেন, “এই দুর্নীতি আগের সরকারের সময়ে প্রকাশ্যে এসেছিল। বর্তমানে কেন্দ্র সরকার এই ঘটনার তদন্ত করছে। আমাদের দপ্তরও সব ধরনের সহযোগিতা করছে।” যে পড়ুয়াদের জন্য এই স্কলারশিপ দেওয়া হয় তারা এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে এতদিন। এদিকে ভুয়ো শিক্ষা প্রতিষ্ঠানের নামে করে দীর্ঘদিন ধরে টাকা পকেটে ভরেছে বেশ কয়েকজন। আর এই নিয়েই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে।