দেশ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসন ফাঁকা রেখে জোট বৈঠকের বার্তা, কেন্দ্রের তুমুল সমালোচনায় শরিকরা

অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কো-অর্ডিনেশন কমিটির সদস্য, বিজেপি বিরোধী মহাজোট ‘ইন্ডিয়া’র সেই কমিটি প্রথমবারের জন্য বৈঠকে বসতে চলেছে আজ, বুধবার৷ কিন্তু, সেই দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি৷ এ নিয়ে আগেই নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছিল অভিষেককে৷ এবার তাঁর পাশে দাঁড়ালেন তাঁদের জোট শরিকও৷ ‘ইন্ডিয়া’র সমন্বয় কমিটির প্রথম বৈঠকের দিনই সমন পাঠিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা নিয়ে ইডি এবং কেন্দ্রের বিজেপি সরকারের তুমুল সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চেয়ার ফাঁকা রেখেই এদিন তাঁরা সমন্বয় কমিটির বৈঠক করবেন বলে জানান সঞ্জয় রাউত৷ শিবসেনা (ইউবিটি) নেতা স্পষ্ট বলেন, ‘‘আমরা তাঁর জন্য একটি আসন ফাঁকা রেখে এই বার্তাই দিতে চাইছি যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ‘ইন্ডিয়া’র সদস্যদের উপর অত্যাচার করছে।’’এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ নথিপত্র হাতে কালো গাড়িতে করে সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এদিন ইডি-র তলব করার কথা দিন কয়েক আগে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন অভিষেক৷ লিখেছিলেন, ‘ইন্ডিয়ার সমন্বয় কমিটির প্রথম বৈঠক ১৩ সেপ্টেম্বর দিল্লিতে, যে কমিটির আমিও এক জন সদস্য। কিন্তু ইডি ওই দিনই আমাকে হাজিরা দেওয়ার জন্য নোটিস দিয়েছে! এই মাত্র সেই নোটিস পেলাম। ৫৬ ইঞ্চি ছাতির কাপুরুষতা ও অন্তঃসারশূন্যতা দেখে বিস্মিত না হয়ে পারছি না।’