আগামী ১৯ জানুয়ারি রাজ্য সফরে আসছেন জেপি নাড্ডা। প্রথমে একই দিনে দুই জেলা হুগলি এবং নদীয়াতে সভা করার কথা থাকলেও শেষ পর্যন্ত ১৯ তারিখ রাজ্য সফরে এসে একটিই সভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই সভাটি হবে নদীয়া জেলার বেথুয়াডহরি জুনিয়র ইস্টবেঙ্গল মাঠে। ইতিমধ্যেই জেপি নাড্ডার সভাকে কেন্দ্র করে বিজেপির নদীয়া উত্তর সাংগঠনিক জেলা নেতৃত্ব জোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন। রাজনৈতিক সভা করার পাশাপাশি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য রাজ্য কমিটির পদ্ম শিবিরের নেতৃত্বের সঙ্গে আলাদা করে বৈঠকও করতে পারেন জেপি নাড্ডা বলে বিজেপি সূত্রের খবর।