কলকাতা

আগামী মাস থেকেই কলকাতার ৮টি ব্রিজ মেরামতির কাজ শুরু করবে কেএমডিএ

কলকাতাঃ বাঘাযতীন, চিংড়িঘাটা ও কালীঘাট উড়ালপুল মেরামতি শুরুর সিদ্ধান্ত নিল কেএমডিএ । এছাড়া শিয়ালদা, বিজন সেতু, উল্টোডাঙা, অরবিন্দ সেতু সহ অন্য পাঁচটি উড়ালপুলও সংস্কার করবে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। সূত্রের খবর অনুযায়ী, ৮টি উড়ালপুলের মধ্যে বাঘাযতীনে রেললাইনের উপরে ২০০০ ও ২০১০ সালে তৈরি দু’টি পৃথক ব্রিজের নির্মাণে ত্রুটি রয়েছে। সেই কারণে রেললাইনের উপরের ব্যস্ততম উড়ালপুল না ভেঙে একাধিক নতুন পিলার দিয়ে কার্যত নতুন চেহারা দেওয়া হবে বলে বৃহস্পতিবার কেএমডিএ চেয়ারম্যান ও মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন। আগামী মাস থেকেই ব্রিজগুলির মেরামতির কাজ শুরু হবে যাবে।