কলকাতা

আগামী ১১ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ

আগামী ১১ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। নিত্য পুজো চলবে স্বাভাবিকভাবেই। কিন্তু গর্ভগৃহে সাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে। বৃহস্পতিবার সন্ধ্যায় কালীঘাট মন্দির কমিটি বৈঠকে বসে। সিদ্ধান্ত হয়েছে, মন্দির সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে না। মন্দির খোলাই থাকবে। সাধারণ মানুষ এসে পুজো দিতে পারবেন। তবে গর্ভগৃহ এমনিতেই খুব সংকীর্ণ পরিসর। সেখানে একসঙ্গে প্রচুর মানুষের সমাগম হলে করোনা বিধি লঙ্ঘিত হবে। যেহেতু ১১ জানুয়ারির পর পৌষ সংক্রান্তির পরব রয়েছে, প্রচুর ভক্তের সমাগম হবে। তাই গর্ভগৃহের ছোট জায়গায় অনেক মানুষ একসঙ্গে ঢুকে পড়লে সংক্রমণের আশঙ্কা থাকছে।