দেশ

মোদি সরকারের বিরুদ্ধে ফের পথে নামল কৃষক সংগঠন! ‘রেল রোকো’-র জেরে বাতিল একাধিক ট্রেন

ফের বিভিন্ন দাবি নিয়ে পথে নেমেছে কৃষক সংগঠনগুলি। পঞ্জাবের বিভিন্ন কৃষক সংগঠনের সদস্যরা বিভিন্ন দাবি নিয়ে তিন দিনের ‘রেল রোকো’ বিক্ষোভ শুরু করেছে। এর জেরে উত্তর ভারতে যাওয়ার বেশ কিছু ট্রেন বাতিল করেছে ভারতীয় রেলওয়ে। এর মধ্যে রয়েছে কলকাতা – জম্মু তাউই এক্সপ্রেস, শিয়ালদহ – অমৃতসর এক্সপ্রেস, হাওড়া – অমৃতসর এক্সপ্রেস, হাওড়া – কালকা নেতাজি এক্সপ্রেস রয়েছে।