মঙ্গলের পর ফের একবার শুক্রবার অচল হতে চলেছে কর্নাটক। মঙ্গলবার ১২ ঘণ্টার বনধে উত্তাল হয়েছিল বেঙ্গালুরু শহর। এবার শুক্রবার গোটা কর্নাটক জুড়ে ধর্মঘটের ডাক। একাধিক কন্নড় গ্রুপের তরফে ডাকা এই হরতালের অনুমতি দিল না কর্নাটক পুলিশ। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ বলেন, ‘শহরে কোনও বনধ পালন করতে দেওয়া হবে না। ১৪৪ ধারা জারি থাকবে দিনভর। আইন শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা হলেই কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।’ পুলিশ জানিয়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতে বৃহস্পতিবার মধ্যরাত ১২টা থেকেই ১৪৪ ধারা জারি করা হবে। আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত এই ধারা জারি থাকবে। তবে কেবলমাত্র ফ্রিডম পার্কে প্রতিবাদ কর্মসূচি সংঘটিত করার অনুমতি মিলেছে। বেঙ্গালুরুর নগরপাল বি দয়ানন্দ বলেন, ‘যারা এই বনধ ডেকেছে তাদের প্রত্যেক সংগঠনকে আমরা একটি নোটিশ ইস্যু করেছি। কিন্তু, সরকারি এবং বেসরকারি সম্পত্তি নষ্ট করা কিছুতেই হতে দিতে পার না আমরা। রাজনৈতিক দল কিংবা কোনও সংগঠনের তরফে এমন বনধ ডাকা হলে সাধারণত সম্পত্তি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। জনসাধারণের কোনও ক্ষতি বা সমস্যার কারণ তৈরি করতে দেওয়া যাবে না। ফলে ধর্মঘটীদের সতর্ক করা হচ্ছে।’