কলকাতা

তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের আশ্বাসে ধরনা তুলে নিলেন ২০০৯ সালের টেট চাকরিপ্রার্থীরা

 ৩৭ দিন ধরে চাকরির দাবিতে গান্ধি মূর্তির পাদদেশে ধর্নায় বসেছিলেন ২০০৯ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণরা। তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের সঙ্গে বৈঠকের পর ধর্মতলার আন্দোলন মঞ্চ থেকে ধরনা তুলে নিলেন ২০০৯ সালের টেট চাকরিপ্রার্থীরা। সোমবার কুনাল ঘোষের সঙ্গে বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানা গিয়েছিল। তারপরেই ৩৭ দিনের মাথায় ধর্না প্রত্যাহার করলেন তাঁরা। বাম জমানায় নিয়োগ হয়নি। ২০০৯ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা ঠিক করেছিলেন নবান্ন অভিযান করবেন। তার আগে কুনাল ঘোষের সঙ্গে বৈঠক করেন তাঁরা। ২০০৯ সালের টেট চাকরিপ্রার্থীদের মামলা এখনও হাইকোর্টে রয়েছে। আগামী বৃহস্পতিবার তার শুনানি হওয়ার কথা রয়েছে। তার আগে কুনাল ঘোষের আশ্বাস পেয়ে ধর্না তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটাই জানাচ্ছেন চাকরিপ্রার্থীরা। তবে, ধর্মতলা থেকে উঠে গেলেও জেলার দপ্তরের সামনে ধরনা চালিয়ে যাবেন তাঁরা এমনটাই জানা গিয়েছে। তৃণমূলের মুখপাত্র জানিয়েছেন, হাইকোর্টে এখনও মামলার শুনানি হয়নি। আদালত রায় দিলেই সরকার কাজ শুরু করবে। পর্ষদও এই প্রার্থীদের পাশে রয়েছে বলে জানিয়েছেন তিনি।