দেশ

‘লালুজি এখনও বিজেপির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখেন’, বিরোধী বৈঠকের আগে লালু সঙ্গে সাক্ষাৎ করে বললেন মমতা

 ২০২৪’র মহাযুদ্ধের আগে বিজেপি বিরোধী জোটের সলতে পাকানোর কাজ আগেই শুরু হয়ে গিয়েছে। এবার সেই সলতেতে তেল মাখানোর কাজও শুরু হয়ে গেল। বিহারের রাজধানী পাটনার বুকে সেখানকার মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাড়িতে বসছে বিরোধী জোটের বৈঠক। সেই বৈঠকের জন্য এদিনই পাটনায় চলে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের আগে অবশ্য মমতা ও অভিষেক এদিন পৌঁছে গেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দেশের প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবের বাড়িতে। প্রায় এক ঘন্টারও বেশি সময় কাটিয়ে মমতা বেড়িয়ে আসেন সেখান থেকে। মুখোমুখি হন সাংবাদিকদের। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘বিহারের মানুষকে ধন্যবাদ জানাতে চাই। বিহারে এলে আমার খুব ভালো লাগে। বিহারের মিষ্টি আমরা খুব পছন্দ করি। লালুজিকে আমরা খুব শ্রদ্ধা করি। লালুজি, রাবড়িদেবী, তেজস্বী, মধুবনীর সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। লালুজি দেশের একজন বর্ষীয়াণ নেতা। ওনাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। হাসপাতালেও দীর্ঘদিন ভর্তি ছিল। দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আমরা ওনার আরোগ্য কামনা করেছিলাম। ওনাকে আজ সুস্থ দেখে আমি খুব খুশি হয়েছি। আজ ওনার সঙ্গে কথা বলে আমার মনে হল উনি এখনও খুব তাগড়া আছেন। বিজেপির বিরুদ্ধে উনি এখনও খুব ভালো ভাবে লড়াই করতে পারবেন। ওনার

সঙ্গে আমার বরাবরই খুব ভাল সম্পর্ক রয়েছে। একবার সংসদে উনি একটি বিষয়ে বলছিলেন। তখন উনিও সাংসদ, আমিও সাংসদ। উনি বলছিলেন সব কিছু দাম বেড়ে যাচ্ছে। আলুর দাম বাড়ছে, আটার দাম বাড়ছে, ডালের দাম বাড়ছে। আমি বলল্যাব রাবড়িদেবীর দাম কত? উনি বলেছিলেন সব থেকে বেশি।’ লালু এবং রাবড়িদেবীর সঙ্গে দীর্ঘক্ষণ বার্তালাপ করেন তাঁরা। রাজনৈতিক আলোচনার পাশারাশি খোলামেলা আড্ডাও হয় দুই রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে। এদিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি মধুবনী প্রিন্টের শাড়ি উপহার দেন রাবড়িদেবী। শাড়িটি নিয়ে লালুপত্নীকে ধন্যবাদ জানান তিনি। একইসঙ্গে সেই শাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দেন মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন, “তোর বউকে দিবি পরবে।” লালুপ্রসাদ এবং তাঁর পরিবারের সঙ্গে দেখা করে তিনি খুব খুশি বলে জানান বাংলার মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিহারের মিষ্টি আমার খুব প্রিয়। লালু, তেজস্বীর সঙ্গে সাক্ষাৎ করে খুব খুশি। লালুজিকে বহুদিন জেলে থাকতে হয়েছিল। আজ ওঁকে দেখে ভালো লাগছে। কথা বলে মনে হল লালুজি এখনও খুব তাগড়া আছেন। BJP-র বিরুদ্ধে লড়তে পারবেন।” কয়েকমাস আগেই লালুপ্রসাদ যাদবের কিডনি প্রতিস্থাপনের অপারেশন হয়। তাঁর কন্যাই তাঁকে নিজের একটি কিডনি দান করেছেন।