জেলা

শিলিগুড়ি পুরভোটে ৩৫ আসনে প্রার্থী ঘোষণা বামেদের

এবারও অশোক ভট্টাচার্যকেই ক্যাপ্টেন বানিয়ে শিলিগুড়িতে রাজনৈতিক লড়াইয়ে নামছে বামেরা। প্রথমে লড়বেন না বলে জানালেও শেষ অবধি পুরনো ৬ নম্বর ওয়ার্ড থেকেই লড়তে রাজি হয়েছেন শিলিগুড়ি মডেলের জনক অশোক ভট্টাচার্য। এদিন ১২ টি ওয়ার্ডে ছেড়ে রেখেছে বামেরা। এরমধ্যে কংগ্রেসের গতবারের জেতা ১৬, ৭, ২১ ও ২৫ নম্বর ওয়ার্ড রয়েছে। এখানে কংগ্রেসই প্রার্থী দেবে। বাকি ওয়ার্ডগুলোর নিয়ে বাম ও কংগ্রেসের মধ্যে আলোচনা হবে বলে জানিয়েছেন, জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার। তবে প্রথম দফার প্রকাশিত তালিকায় নেই সিপিএমের দুই তাবড় নেতা দিলীপ সিং ও নুরুল ইসলামের নাম। সূত্রের খবর, দিলীপ সিংয়ের জন্য নিরাপদ আসন পাওয়া যায়নি। আর নির্বাচনে লড়ার ক্ষেত্রে নিজের কিছু ব্যক্তিগত অসুবিধের কথা জানিয়েছেন নুরুল ইসলাম। তবে দুজনের সঙ্গেই দলের কথা চলছে। আগামীতে ছেড়ে রাখা আসনের মধ্যে এদের দুজনকে দাঁড় করানো হতে পারে বলেই দলীয় সূত্রে খবর। জীবেশ সরকার জানান, বাম কংগ্রেসের মধ্যে যে ওয়ার্ডে যে শক্তিশালী সেই ওয়ার্ডে তাঁরাই লড়াই করবে।