বিদেশ

দায়িত্ব নেওয়ার ৪৫ দিনের মাথায় ইস্তফা ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের

ক্ষমতা গ্রহণের ৪৫ দিনের মাথায় ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস । বৃহস্পতিবার সকালেই প্রধানমন্ত্রীর দফতর ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইস্তফার কথা ঘোষণা করেন তিনি। পরবর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব কে পাবেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কেলেঙ্কারির জেরে ইস্তফা দিতে হয়েছিল বরিস জনসনকে । তাঁর ইস্তফার পরে ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনককে হারিয়ে প্রধানমন্ত্রী হন লিজ ট্রাস। কিন্তু দায়িত্ব নেওয়ার পরে বিতর্কিত মিনি বাজেট পেশ করে ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখে পড়েন তিনি। নয়া আর্থিক নীতির বিরুদ্ধে শুধু সাধারণ মানুষই নয়, ট্রাসের দল কনজারভেটিভ পার্টির অধিকাংশ সাংসদ সরব হন। চাপে পড়ে শেষ পর্যন্ত ক্ষমাও চান ব্রিটিশ প্রধানমন্ত্রী। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। একের পর এক মন্ত্রী পদত্যাগ করায় ইস্তফার জন্য লিজের উপরেও চাপ বাড়তে থাকে। শেষ পর্যন্ত এদিন সব জল্পনার অবসান ঘটিয়ে ইস্তফার কথা ঘোষণা করেন তিনি।