কলকাতা

বঙ্গোপসাগরে নিম্নচাপ! বৃহস্পতি থেকে শনিবার অবধি বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অফিস জানিয়েছে আন্দামানের কাছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে মঙ্গলবার। তা ক্রমশ পশ্চিম উত্তর–পশ্চিম দিকে এগিয়ে নিম্নচাপের চেহারা নেবে বুধবার। উত্তর–পশ্চিম দিকে আরও খানিকটা এগিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে গিয়ে বৃহস্পতিবার তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর পর নিম্নচাপ ঘুরে যেতে পারে উত্তর–পূর্বে। ওড়িশা উপকূলে পৌঁছে তা শক্তি হারাবে বলে মত হাওয়া অফিসের। তার জেরে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল সংলগ্ন দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বুধবার থেকেই বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার এই তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দুই ২৪ পরগনায় শুক্রবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা। শনিবার পর্যন্ত উপকূলের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া শনিবার অবধি কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা পূর্ব এবং পশ্চিম বর্ধমান, নদিয়া এবং ঝাড়গ্রামে।