জেলা

এবার মগরাহাটে নিষিদ্ধ বাজি উদ্ধার, গ্রেফতার ৩

দক্ষিণ ২৪ পরগনা বারুদের স্তূপে এর উপরে রয়েছে অভিযোগ করছে বিরোধী দলগুলি। তারই প্রমান বারবার সামনে আসছে। গত কয়েকদিন আগে বজবজ, ভাঙ্গড় সহ বিভিন্ন এলাকায় বোমা বিস্ফোরণ সহ বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। তারপর থেকে নড়েচড়ে বসেছে প্রশাসন। বুধবার সকাল থেকে মগরাহাটের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে একশ কুঁড়ি কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করে পুলিশ। সেইসঙ্গে নিষিদ্ধ বাজি রাখার অপরাধে গৌর চন্দ্র সাহা, রাজা রাম চন্দ্র সাহা ও সুমন হালদারকে গ্রেফতার করে। মগরাহাটের বিভিন্ন বাজার এলাকা সহ যেখানে যেখানে নিষিদ্ধ বাজি মজুত রয়েছে, তার সন্ধানে অভিযান চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই চম্পাহাটি এলাকায় আগামী তিন মাসের জন্য বাজি তৈরি, মজুত রাখা এবং ব্যবসা করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বারাইপুর পুলিশের পক্ষ থেকে। রাজ্যের অন্যান্য জেলাগুলোতে নিষিদ্ধ বাজি উদ্ধার করতে পুলিশের অভিযান চলছে।