দেশ

‘অহমিকার ইটে নয়, সাংবিধানিক মূল্যবোধে তৈরি সংসদ’, মোদি সরকারকে খোঁচা রাহুলের

নয়া সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠান বয়কট করার পরে আদিবাসী অস্ত্রেই বিজেপিকে বেঁধার পরিকল্পনা নিয়েছে বিরোধীরা। আদিবাসী সম্প্রদায়ের হওয়ার কারণেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সংসদ ভবনের উদ্বোধনে আক্রমণ জানানো হয়নি বলে বিজেপির বিরুদ্ধে পাল্টা প্রচারে ঝাঁপাচ্ছে কংগ্রেস-সহ ১৯ বিরোধী দল। দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করে আদিবাসী সমাজের মসিহা হিসেবে নিজেদের তুলে ধরতে কোমর কষে ঝাঁপিয়েছিলেন অমিত শাহ-জে পি নাড্ডারা। বিজেপি নেতারা যে আসলে আদিবাসীদের ঘৃণা করেন, সংসদ ভবন উদ্বোধনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোর ঘটনার মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে বলে পাল্টা প্রচার শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি বিরোধী দলগুলি। অন্যদিকে, রাষ্ট্রপতিকে সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানো নিয়ে বুধবার নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। টুইটে তিনি লিখেছেন, ‘রাষ্ট্রপতিকে দিয়ে সংসদ ভবনের উদ্বোধন না করানো এবং তাঁকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানো সর্বোচ্চ সাংবিধানিক পদের জন্য যথেষ্টই অপমানজনক। মাথায় রাখতে হবে, সংসদ ভবন শুধু অহঙ্কারের ইট দিয়ে তৈরি নয়। সাংবিধানিক মূল্যবোধ দিয়ে তৈরি।’ আগামী রবিবারই সংসদের নতুন ভবন উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ইতিমধ্যেই কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, এনসিপি-সহ ২০ বিরোধী দলের পক্ষ থেকে ওই অনুষ্ঠান বয়কটের কথা জানানো হয়েছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্রীয় সমিতি ও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বিজু জনতা দল আগামী বৃহস্পতি ও শনিবার সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে সিদ্ধান্ত জানাবে।