দেশ

মহারাষ্ট্রের রাজ্যপাল চিঠি দিলেন বিধানসভার সচিবকে, আস্থা ভোট আগামী ৩০ জুন

মহারাষ্ট্রে রাজ্যপাল এবং বিজেপির খেলা পুরোদমে শুরু হয়ে গেল। মঙ্গলবার দিল্লি থেকে ফিরেই বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়ণবীশ দলবল নিয়ে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারীর সঙ্গে দেখা করে অবিলম্বে বিধানসভার অধিবেশন ডাকার অনুরোধ করেন। বলা হয়, মুখ্যমন্ত্রী যেন বিধানসভায় তাঁর সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেন। সেইমতো রাজ্যপাল বিধানসভার সচিবকে রাতেই চিঠি দিয়ে জানান, ৩০ জুন বিধানসভার অধিবেশন হবে। সেখানে মুখ্যমন্ত্রীকে আস্থা ভোটের মুখোমুখি হতে হবে। এদিকে মুখ্যমন্ত্রী ইস্তফা দিতে রাজি নন। তিনি আস্থা ভোটে যাবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।