জেলা

মালদায় আগুনে পুড়ে ছাই গোলা ভর্তি ৩০০ কুইন্টাল পাট

সাত সকালে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের আগুনে পুড়ে ছাই গোলা ভর্তি ৩০০ কুইন্টাল পাট। মাথায় হাত পাট ব্যবসায়ীর। ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটেছে আজ, বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ। মালদার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বনসরিয়া মোড়ে এক পাটের গোলায় আগুন লাগে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাট ব্যবসায়ী তথা হরিশ্চন্দ্রপুর-১ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ কেরামুদ্দিন আহমেদ। জানা গিয়েছে,প্রথম দিকে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগালেও আগুনের লেলিহান শিখা এতটাই তেজ ছিল যে স্থানীয়রা সরে দাঁড়াতে বাধ্য হয়। ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসে। দমকলের একটি ইঞ্জিন দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে স্থানীয়দের সহযোগিতায় গোলার বেশ কিছু পাট সরিয়ে আনা সম্ভব হলেও ৩০০ কুইন্টাল পাট পুড়ে ছাই হয়ে যায়। যার বর্তমান বাজার মূল্য ১৮ লক্ষ টাকার বেশি বলে জানা গিয়েছে।