জেলা

পড়ুয়াদের পোশাক বানাবেন তাঁতশিল্পীরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাঁতশিল্পীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে তাঁতশিল্পীদের হাতে তৈরি হবে স্কুল পড়ুয়াদের পরার পোশাক। রাজ্য সরকারের তরফে স্কুল পড়ুয়াদের বিনামূল্যে ড্রেস দেওয়া হয়। সেটাই বানাবে তাঁতশিল্পীরা। নদিয়ায় তাঁতশিল্পীদের করুন অবস্থা দেখেই এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁতশিল্পীদের থেকে তৈরি স্কুল ড্রেস কিনবে রাজ্যের বস্ত্র দফতর। এতে জীবিত থাকবে রাজ্যের তাঁতশিল্পীরা। বৃহস্পতিবার নদিয়ায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি রাজ্যের একগুচ্ছ প্রকল্পের ব্যাপারে খোঁজ নেন। তিনি জানিয়েছেন, ‘এখনও এখানে ৮৫ হাজার মতো মানুষের লক্ষ্মীর ভান্ডার বাকি আছে। দুয়ারে সরকারের আয়োজন করে সেইসব মানুষের লক্ষ্মীর ভাণ্ডারের ব্যবস্থা করুন। কম্পিউটার জানা ছেলেমেয়েদের ওখানে নিযুক্ত করা হয়েছে। মানুষ যাতে

পরিষেবা পায়, সেই লক্ষ্যেই বিএসকে তৈরি হয়েছে। কারও কোনও সমস্যা থাকলে বিএসকে-তে পাঠান। বাংলায় যা যা প্রকল্প রয়েছে, পরিষেবা রয়েছে সেগুলোর হদিশ পেতে ওখানে যেতে বলুন।’ পাশাপাশি এদিনও সীমান্তবর্তী এলাকা নদিয়ায় বিএসএফ নিয়ে সতর্ক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফের এলাকা বৃদ্ধি নিয়ে জেলার জেলাশাসক ও পুলিশ কর্তাদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘বিএসএফ যাতে কারও অনুমতি ছাড়া এলাকায় ঢুকতে না পারে সেদিকে নজর রাখতে হবে। আইনশৃঙ্খলা পুলিশ-প্রশাসনের হাতে থাকার কথা। সেটা যেন সঠিক থাকে সেদিকে নজর রাখতে হবে। মানুষের উপর অত্যাচার আমরা সহ্য করব না।’ তিনি এও জানিয়েছেন, ‘শান্তিপুর থেকে নবদ্বীপ ধামকে সংযুক্ত করতে হবে। সাইবার ক্রাইম নিয়ে সচেতন থাকতে হবে। শান্তিপুর হাসপাতালে পরিকাঠামো উন্নত করতে হবে।’