কলকাতা

‘আদানি ও মেহুল চোকসি বিজেপির সবচেয়ে ভালো বন্ধু’, কটাক্ষ মমতার

মেহুল চোকসির নাম ইন্টারপোলের রেড লিস্ট থেকে বাতিল করার ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই নিয়ে কেন্দ্রকে নিশানা করতে গিয়ে টেনে আনলেন আদানি বিতর্কের প্রসঙ্গও ৷ তিনি বললেন ‘আদানি ও মেহুল বিজেপির BJP সবচেয়ে ভালো বন্ধু’ । মঙ্গলবার দু’দিনের ওড়িশা সফরের জন্য কলকাতা থেকে রওনা দিলেন মুখ্যমন্ত্রী ৷ তার আগে বিমানবন্দরের বাইরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন ৷ সেখানেই তাঁকে এই নিয়ে প্রশ্ন করা হয় ৷ তখন তিনি বলেন ‘‘এই মুহূর্তে দেশ কয়েকজনের জন্য চলছে । ব্যাংকের পরিকাঠামো ভেঙে পড়েছে । ১০০ দিনের কর্মীরা টাকা পাচ্ছেন না ।’’এর পরই তাঁর মুখে শিল্পপতি গৌতম আদানি ও পিএনবি ১৩ হাজার ৫০০ কোটি টাকার আর্থিক প্রতারণা কাণ্ডে পলাতক ব্যবসায়ী মেহুল চোকসির নাম একসঙ্গে শোনা যায় ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ‘‘আদানি ও মেহুল বিজেপির সবচেয়ে ভালো বন্ধু । তাদের জন্য এলআইসি ও স্টেট ব্যাংক শূন্য হয়ে যাচ্ছে । কেন্দ্রীয় সরকার শুধুমাত্র তাদের জন্য কাজ করছে ।’’প্রসঙ্গত চলতি বছরের জানুয়ারির শেষ থেকে আদানি বিতর্ক নিয়ে হইচই চলছে ৷ মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের একটি রিপোর্টকে হাতিয়ার করে কেন্দ্রীয় সরকারকে নিশানা করছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ সংসদ চত্বরে বিক্ষোভ চলছে ৷