কলকাতা

কেন্দ্রের বঞ্চনা, এজেন্সি রাজের প্রতিবাদে আগামী সপ্তাহে ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী

কেন্দ্রের বঞ্চনা এবং এজেন্সি রাজের প্রতিবাদে ২৯ তারিখ বেলা ১২ টা থেকে ৩০ তারিখ রাত পর্যন্ত কলকাতার রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে মমতার ধরনা-অবস্থান। আগামী ২৯ ও ৩০ মার্চ আম্বেদকর মূর্তির সামনে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধরনা দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে যদি কাজ না হয় পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে চিন্তা করবেন বলে জানান তিনি। ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়েও সরব হবেন তিনি। মঙ্গলবার উড়িষ্যায় রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তার এই দুদিনের অবস্থান তিনি মুখ্যমন্ত্রী হিসেবে করবেন। কারণ এখনো পর্যন্ত কেন্দ্র সরকার বাড়ির টাকা দেয়নি। রাস্তার বকেয়া টাকাও ছাড়েনি। আবাসনের টাকা রাজ্য পায়নি। বিভিন্ন খাতে রাজ্য সরকার কেন্দ্রের কাছ থেকে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পায়। সেই পুরো টাকাটা বকেয়া পড়ে রয়েছে। এবছরের বাজেটে ১০০ দিনের কাজের কোন টাকা বরাদ্দ হয়নি। অথচ তিনি নিজের দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে পাওনা টাকা পাওয়ার জন্য দরবার করেছিলেন। শুধু তাই নয়, তিনি জানান, যখন কলকাতা সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তখন তিনি নিজে এই পাওনা টাকা দেওয়ার আবেদন জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী এদিন চড়া চুরে বলেন, কোন পাওনা টাকা দেওয়া হচ্ছে না। গরিব মানুষদের ১০০ দিনের টাকা দেওয়া হচ্ছে না ।গরিব মানুষরা সাত হাজার কোটি টাকা পাবে। সেই টাকা দিচ্ছে না। কিন্তু কেন্দ্রীয় টিম পাঠানো হচ্ছে। সিবিআই, ইডি যেভাবে কাজ করছে তা দেখে মনে হচ্ছে সিবিআই ডিরেক্টর স্থানীয় বিজেপির সভাপতি। ইডির ভূমিকা ও একই। তাই কেন্দ্রের এই বঞ্চনার প্রতিবাদে এবং পাওনা টাকা অবিলম্বে দেওয়ার দাবিতে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে আম্বেদকরের মূর্তির পাদদেশে দুদিনের ধর্নায় বসবেন ২৯ ও ৩০ মার্চ। ইন্টারপোলের রেড লিস্ট থেকে বাদ পড়েছে মেহুল চোকসির নাম ৷ এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷